বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে আগ্রহী নেইমার

কর ফাঁকির মামলার সমাধান না হলে নেইমার বার্সেলোনা ছাড়তে পারেন বলে তার বাবা ইঙ্গিত দিলেও ব্রাজিলিয়ান তারকা কাতালুনিয়া ক্লাবটিতেই থাকতে চান। তবে সেজন্যে দলটির সঙ্গে নতুন চুক্তি করতে চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 12:58 PM
Updated : 29 Nov 2015, 02:41 PM

এই মাসের শুরুতে নেইমারের বাবা ও তার এজেন্ট জানায়, দুই পক্ষের মধ্যে নতুন চুক্তির কথা চললেও কর ফাঁকির মামলার সমাধান না হলে তাদেরকে স্পেন ছাড়তে হতে পারে।
 
বাবার পুরনো ওই কথার প্রসঙ্গ ধরে নেইমার কাম্প নউয়ে নতুন চুক্তির আশা প্রকাশ করেন।
 
“আমার চুক্তিতে এখনও কয়েক বছর বাকি আছে। আমার বাবা এরই মধ্যে আমার ভবিষ্যত নিয়ে কথা বলেছে। আমরা চুক্তি নবায়নের বিষয়ে কথা বলছি কারণ সেটাই আমার ইচ্ছা।"
 
শনিবার রাতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। ওই ম্যাচে জোড়া গোল করা ছাড়াও লিওনেল মেসিকে দিয়ে গোলও করান নেইমার।
 
পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্সেলোনায় তার ভবিষ্যত নিয়ে কথা বলেন নেইমার। 
 
২০১৩ সালের জুনে সান্তোস ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেওয়া নেইমার এই মৌসুমে দারুণ খেলছেন। লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল করেছেন তিনি।