‘নেইমারের উন্নতি চোখ ধাঁধানো’

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নেইমারের অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত দানি আলভেস। তারকা এই ফরোয়ার্ডের উন্নতিকে চোখ ধাঁধানো বলে উল্লেখ করেছেন বার্সেলোনার ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 11:29 AM
Updated : 29 Nov 2015, 02:41 PM

নিজেদের মাঠে স্পেনের লা লিগায় গত শনিবার সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি মেসির গোলে অবদান রাখেন নেইমার। 
 
ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখান নেইমার। স্পেনের ক্লাবটির জার্সি গায়ে প্রথম মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে চলতি মৌসুমে ১৪ গোল করে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনিই। শুধু গোল করাই নয়, অসাধারণ ফুটবল উপহার দিচ্ছেন ব্রাজিলের এই তারকা।  
 
বার্সেলোনার মতো ব্রাজিল দলেও নেইমারের পরিবর্তনটা খুব কাছ থেকে দেখেছেন আলভেস। সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষে সেই দেখা থেকে বিষয়টি বিশ্লেষণ করেন তিনি। 
 
“তার উন্নতি চোখ ধাঁধানো। সে যেমনটা হতে চায়, তেমন খেলোয়াড়ই হবে। কারণ, এটা করার জন্য সব উপাদানই আছে তার।”

নেইমার সীমাহীন প্রতিভার অধিকারী উল্লেখ করে আলভেস বলেন, “সে একটা দৈত্য।”