‘গোল না করলেও মেসি এক নম্বর’

লিওনেল মেসি গোল পেলেন কী পেলেন না, সেটা বড় ব্যাপার নয় আন্দ্রেস ইনিয়েস্তার কাছে। বার্সেলোনা মিডফিল্ডারের কাছে তারকা এই ফরোয়ার্ডই দলের এক নম্বর খেলোয়াড়। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 09:26 AM
Updated : 29 Nov 2015, 02:42 PM

নিজেদের মাঠে স্পেনের লা লিগায় গত শনিবার রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। নেইমার করেন জোড়া গোল। দলের বাকি দুটি গোলের একটি করেন লুইস সুয়ারেস, অন্যটি মেসি।
 
নেইমারের পাস থেকে মেসি গোলটি করেন ম্যাচের যোগ করা সময়ে। 
 
ম্যাচ শেষে ইনিয়েস্তা মেসির গোল করার বিষয়ে কাতালুনিয়া ক্লাবটির ওয়েবসাইটকে বলেন, “মেসিকে গোল করতেই হবে বলে মনে করি না আমি।”
            
“গোল করুক আর নাই করুক, আমাদের এক নম্বর খেলোয়াড় সে-ই।”
 

গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরা মেসি লা লিগায় ৮ ম্যাচ খেলে ৪টি গোল করেন। দুর্দান্ত ফর্মে থাকা নেইমারের গোল ১৪টি, আর সুয়ারেস করেন ১২ গোল। 
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা টানা ১০ ম্যাচে অপরাজিত আছে। লিগে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে তারা। 
ইনিয়েস্তা অবশ্য দলকে পা মাটিতে রাখার পরামর্শই দেন। 
“আমরা উন্নতি করে যেতে পারি। যদিও মৌসুমের অনেকটাই এখনও বাকি, তবে বিষয়গুলো যেভাবে এগোচ্ছে তাতে আমরা খুশি।”