আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় উরুগুয়ে

আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছেন উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 04:10 PM
Updated : 28 Nov 2015, 04:10 PM

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। সেবার মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিকরা।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি উইলমার ভালদেস চাইছেন বিশ্বকাপের শতবর্ষ পূর্তিতে টুর্নামেন্টটি আতুর ঘরে ফিরুক।

“প্রথম বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে উরুগুয়ে ও আর্জেন্টিনার এটা প্রাপ্য। ওই দিন আমরা ফিফার প্রথম বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্তি উদযাপন করতে পারব।”