আরও ফুটবলার চাই বার্সেলোনার

গত বছরে ‘ট্রেবল’ জেতার পর এ মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনার বর্তমান দলটি। তারপরও কোচ লুইস এনরিকে জানিয়েছেন, আগামী জানুয়ারিতে দলবদলের বাজারে আরও ফুটবলার দলে টানতে চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 03:16 PM
Updated : 27 Nov 2015, 03:16 PM

জানুয়ারির ‘ট্রান্সফার উইন্ডো’ সামনে রেখে শুক্রবার নতুন ফুটবলার দলে নেওয়ার পরিকল্পনার কথা জানান এনরিকে। তবে বার্সেলোনার লক্ষ্যে থাকা ফুটবলারদের সম্পর্কে বিস্তারিত জানাননি স্প্যানিশ এই কোচ।

“আমি সব সময় দলের শক্তি বাড়ানোর পক্ষে। সব সময় আমাদের উন্নতি দরকার। কিছু বিষয় আরও নিখুত করা যায়, যাতে আমরা আরও ভালো করতে পারি।”

লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস-সময়ের অন্যতম সেরা তিন তারকা আছে বার্সেলোনার আক্রমণভাগে। মাঝমাঠে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিচিতের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়। হাভিয়ের মাসচেরানো, জেরার্দ পিকে, জরদি আলবা থাকায় দলটির রক্ষণভাগও বেশ জমাট।

বার্সেলোনাকে ভিক্তর ভালদেস বিদায় বলে দেওয়ার পর ক্লওদিও ব্রাভো, মার্ক-আন্দ্রে টের স্টেগেন দারুণ দক্ষতায় সামলাচ্ছেন দলটির গোলপোস্ট। সেরা একাদশের বাইরে থাকা আদ্রিয়ানো, টমাস ভারমালেনদের ওপর অনায়াসে আস্থা রাখতে পারেন এনরিকে।

এ ছাড়াও দল বদলের গত মৌসুমে সেভিয়া থেকে আলেক্সি ভিদাল ও আতলেতিকো মাদ্রিদ থেকে আরদা তুরান-এই দুই মিডফিল্ডার দলে টেনেছে বার্সেলোনা। উঠতি ফরোয়ার্ড মুনির আল হাদ্দাদিও আছেন। প্রশ্ন তাই থেকে যাচ্ছে, নতুন ফুটবলারকে কোন পজিশনে সুযোগ দেবেন বার্সেলোনা কোচ।

গত মৌসুমে কাম্প নউ ছেড়ে চেলসিতে যোগ দেন পেদ্রো রদ্রিগেস। এর আগে সেস ফাব্রেগাস চেলসিতে, আলেক্সিস সানচেস আর্সেনালে, চাভি আল সাদে পাড়ি জমান। ২০১৩ সালে ফুটবলের পাটই চুকিয়ে দেন কার্লোস পুয়োল। বিষয়গুলো মাথায় রেখেই নতুন ফুটবলার ক্লাবে আনতে চান এনরিকে।

“আপনারা জানেন, এ বছর গত মৌসুমের শেষের দিকে আমরা খেলোয়াড় হারিয়েছি।…

আমি সবসময় বিষয়গুলো উন্নতির পক্ষে এবং যখন আমরা ট্রান্সফার উইনডোতে যাব, তখন এ সম্পর্কে কথা বলব।”