বার্সা-হতাশা কাটিয়ে ওঠার আনন্দ রিয়ালে

বার্সেলোনার কাছে লা লিগায় উড়ে যাওয়ার হতাশা কাটিয়ে শিষ্যরা ঘুরে দাঁড়ানোয় দারুণ খুশি রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 10:26 AM
Updated : 26 Nov 2015, 10:26 AM

চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের মাঠে গত বুধবার ৪-৩ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে রিয়াল।
 
ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ৭০ মিনিটের মধ্যে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এর পর তিনটি গোল হজম করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 
 
ম্যাচ শেষে বেনিতেস বলেন, “বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর এভাবে সাড়া দেওয়া এবং ৪-০তে এগিয়ে যাওয়া ইতিবাচক।”
 
নিজেদের মাঠে স্পেনের লা লিগায় গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। 
 

শাখতারের বিপেক্ষ ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর হঠাৎই খেলোয়াড়দের মনোযোগে বিচ্যুতি ঘটাকে বড় একটি ভুল বলে উল্লেখ করেন বেনিতেস। 
এর আগে পর্যন্ত রোনালদো, গ্যারেথ বেল, পেপেরা যেমন খেলেছেন তাতে সন্তুষ্ট রিয়াল কোচ।  
“৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচ জেতা হয়ে গেছে বলে ভাবতে পারেন আপনি। প্রথম ৭৮ মিনিটের খেলায় আমি অনেক সন্তুষ্ট।”
শাখতারের বিপক্ষে জয়ের কৃতিত্ব আলাদা করে কোনো খেলোয়াড়কে দেননি বেনিতেস। পুরো দলই ভালো খেলেছে বলে উল্লেখ করেন তিনি।