আইন্দহোভেনের সঙ্গে ড্র করে অপেক্ষায় ইউনাইটেড

পিএসভি আইন্দহোভেনের কাছে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে এক ম্যাচ হাতে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বও নিশ্চিত করা হয়নি লুই ফন খালের দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 10:30 PM
Updated : 25 Nov 2015, 10:42 PM

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নেদারল্যান্ডসের দলটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পিএসভির মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল ইংল্যান্ডের দলটি।   

বুধবার রাতে ম্যাচের অধিকাংশ সময় বল ইউনাইটেডের দখলেই ছিল। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে অনেকবার আক্রমণেও ওঠে তারা, কিন্তু গোলের দেখা পায়নি। 

৩৭তম মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু অন্তনি মার্সিয়ালের শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে ফরাসি এই ফরোয়ার্ড আরেকটি সুযোগ নষ্ট করলে ফের হতাশ হতে হয় স্বাগতিক সমর্থকদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ভালো দুটি সুযোগ পায় ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি। কিন্তু জেসি লিনগার্ড ও মেমফিস ডিপাইয়ের ব্যর্থতায় পয়েন্ট হারানোর হতাশাতেই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারের পর ‘বি’ গ্রুপে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড। 

দিনের প্রথম ম্যাচে সিএসকেএ মস্কোকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে ভলফ্সবুর্গ। তাদের পয়েন্ট ৯।

শেষ রাউন্ডে ভলফ্সবুর্গকে হারাতে পারলে অন্য ম্যাচের উপর নির্ভর না করেই পরের রাউন্ডের টিকেট পাবে ইউনাইটেড। 

৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পিএসভি। চতুর্থ স্থানের দল মস্কোর পয়েন্ট ৪।