পুলিশ ফুটবল দলকে ৫০ লাখ টাকা দিল পপুলার লাইফ

পপুলার লাইফ ইনস্যুরেন্সকে পাশে পেয়ে ফুটবল নিয়ে বড় স্বপ্নই দেখছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব। তাদের লক্ষ্য এখন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ পেরিয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 04:17 PM
Updated : 25 Nov 2015, 04:17 PM

বাংলাদেশ পুলিশের প্রধান কার্যালয়ে বুধবার দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ৫০ লাখ টাকা দিয়েছে দেশের নামকরা এই বীমা প্রতিষ্ঠানটি।
 
সংবাদ সম্মেলনেই পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হকের হাতে চেক তুলে দেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী।
 
চ্যাম্পিয়নশিপ লিগ ঘরোয়া ফুটবলের পেশাদার পর্যায়ের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট। এ ধাপ পেরিয়ে প্রিমিয়ার লিগে উঠে আসার লক্ষ্যটা বুধবার সাংবাদিকদের জানান দলটির ম্যানেজার অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। 
 
“অনেক দিন পর আমরা চ্যাম্পিয়নশিপ লিগে উঠেছি। এখন প্রিমিয়ার লিগে ওঠা আমাদের লক্ষ্য। এ জন্য খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে।”
 
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা চাই, পুলিশ ফুটবল দল দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও সাফল্য পাক। আমরা খেলাধূলার পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। পুলিশ ফুটবল দলের সঙ্গেও আমরা আগামীতে থাকব।”