‘নেইমার সবচেয়ে চিত্তাকর্ষক ফুটবলার’

গত কয়েক মৌসুম ধরে সেরার লড়াইটা লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে চললেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে স্বদেশি নেইমারকে এগিয়ে রাখছেন ব্রাজিলের সাবেক ফুটবলার রবের্তো কার্লোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 03:06 PM
Updated : 25 Nov 2015, 03:06 PM

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ৪-০ গোলে জয়ের ম্যাচে নেইমারের দারুণ পারফরম্যান্সের প্রশংসায় তাকে বর্তমানের ‘সবচেয়ে চিত্তাকর্ষক’ ফুটবলার বলেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার।
 
ইএসপিএন ব্রাজিলকে কার্লোস বলেন, “এই মুহূর্তে তাদের (বার্সেলোনার) দারুণ সব খেলোয়াড় আছে, কিন্তু নেইমার বিশ্বের সবচেয়ে ভালো।”
 
অবশ্য একচেটিয়াভাবে নেইমারকে এগিয়ে রাখেননি কার্লোস। বর্তমানের খেলোয়াড়দের সেরার প্রশ্নে প্রথমে মেসিকেই ভোট দেন তিনি। 
 

“মেসি সবসময় এক নম্বর, তারপরেই ক্রিস্তিয়ানো রোনালদো, কিন্তু গত তিন চার মাস ধরে নেইমার সত্যিই চমৎকার খেলছে।”
গত শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ের ওই ম্যাচে একটি গোল করেন নেইমার, সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে দিয়ে করান দলের তৃতীয় গোলটি। তাছাড়া পুরো ম্যাচেই দারুণ খেলেন ব্রাজিল অধিনায়ক।