মেসির পুরো ম্যাচ খেলার স্বস্তি

চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বদলি হিসেবে নেমে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন লিওনেল মেসি। এএস রোমার বিপক্ষে কাতালুনিয়ার ক্লাবটির হয়ে শুরুর একাদশে ফেরা তারকা এই ফরোয়ার্ড জানান দিলেন, তার গোল করার অভ্যাসে এতটুকু মরিচা ধরেনি।    

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 09:23 AM
Updated : 25 Nov 2015, 09:44 AM

স্পেনের লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে দুই মাসেরও বেশি সময় পর গত শনিবার মাঠে ফেরেন মেসি। বার্সেলোনার ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা আর্জেন্টিনার তারকা গোল পাননি বা সতীর্থদের গোলে অবদানও রাখতে পারেননি। তবে নিজের স্বভাবসুলভ খেলার ঝলক ঠিকই দেখিয়েছিলেন।  
 
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত মঙ্গলবার রাতে রোমাকে ৬-১ গোলে হারায় বার্সেলোনা। জোড়া গোল করার পাশাপাশি দলের অন্য দুটি গোলে অবদান রাখেন মেসি। বার্সেলোনা তারকার কণ্ঠে অবশ্য পুরো ম্যাচ খেলতে পারার তৃপ্তিটাই বেশি ফুটে উঠেছে। 

“৯০ মিনিট খেলতে পেরে ভালো লেগেছে। ধীরে ধীরে আমি ভালো অনুভব করছি। আমি ম্যাচের ফল আর ৯০ মিনিট খেলতে পারা নিয়ে খুশি।”
 

হাঁটুর চোট নিয়ে মেসি যতদিন মাঠের বাইরে ছিলেন, বার্সেলোনাকে ততদিন কক্ষপথে রাখেন লুইস সুয়ারেস-নেইমাররা। জয়ের ধারাতেই ছিল কাতালুনিয়ার দলটি। এখন মেসিকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত বার্সেলোনার সমর্থকরা। 
মেসি, মেসি, মেসি; কাম্প নউয়ের গ্যালারি প্রকম্পিত করে দলের সেরা তারকার শুরুর একাদশে ফেরার জানান দেয় সমর্থকরা। মেসিও তাদের এই ভালোবাসার প্রতিদান দেন দারুণভাবে। 
গত মৌসুমে বার্সেলোনার হয়ে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি নেইমার। লুইস এনরিকের দলের ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন মেসি। সব মিলিয়ে অনেকেই বলতে শুরু করেছিলেন, বার্সেলোনা আসলে মেসি-নির্ভর দল। 
মেসি এটা মানছেন না। রোমার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা তারকা বলেন, “আমরা নিজেরা এটা কখনওই বলিনি এবং এটা প্রমাণিত হয়েছে। মাঠে না থাকায় আমার একটা খারাপ সময় গেছে। কিন্তু আমার সতীর্থরা প্রত্যেক ম্যাচে যা করেছে তা উপভোগ করেছি আমি।”