বাফুফের শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি মোহামেডানের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি তুলেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 05:17 PM
Updated : 24 Nov 2015, 05:17 PM

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বাফুফের দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি জানায় ক্লাবটি। ক্লাবের পরিচালক জাকারিয়া পিন্টু শোকজ নোটিশকে ‘সম্পূর্ণ অবৈধ ও উদ্দেশ্যমূলক’ বলে সংবাদ সম্মেলনে জানান।
 
“বাফুফের এমন সিদ্ধান্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিস্মিত ও ক্ষুব্ধ। কারণ, নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই এই নোটিশ দেওয়া হয়েছে। তিনি (লোকমান) কখন, কোথায় ফুটবলের বিরুদ্ধে কি বলেছে, তা কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়নি। এটা একটি মনগড়া ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত।”
 
বাফুফের কার্যক্রম নিয়ে বিধিবহির্ভূতভাবে মন্তব্য করার অভিযোগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূইয়াকে কারণ দর্শানোর (শোকজ নোটিশ) চিঠি দিয়েছিল ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।