চোট পেয়ে মাঠের বাইরে মার্সেলো

লা লিগায় টানা দুই হারে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ শিবিরে আবারও চোটের হানা। বাঁ পায়ের পেশিতে আঘাত পেয়ে ছিটকে পড়েছেন মার্সেলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 04:51 PM
Updated : 23 Nov 2015, 04:51 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত শনিবার বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের ম্যাচে ৫৯তম মিনিটে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মার্সেলো। পরীক্ষায় তার পায়ের পেশিতে চোট ধরা পড়ে।

চোট কতটা গুরুতর, তা অবশ্য রিয়াল কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়নি। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বুধবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলা হচ্ছে না ব্রাজিলের এই ডিফেন্ডারের।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে মার্সেলোর না থাকাটা অবশ্য রিয়ালের জন্য খুব একটা দু:শ্চিন্তার হবে না। 'এ' গ্রুপের প্রথম চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে মাদ্রিদের দলটি।

মৌসুমের শুরু থেকেই খেলোয়াড়দের চোট সমস্যা বারবার ঘিরে ধরছে রিয়ালকে। লম্বা সময় ধরে সের্হিও রামোস, গ্যারেথ বেল ও করিম বেনজেমা বাইরে থাকার পর ক্লাসিকোর আগেই সবাই সুস্থ হয়ে ওঠেন। মার্সেলোর চোট আবারও কোচ রাফায়েল বেনিতেসকে ভাবনায় ফেলল।