চীনে প্রথম জয়ের খোঁজে মামুনুলরা

আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে চীনে যাওয়া বাংলাদেশ দল প্রথম জয় পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 11:14 AM
Updated : 23 Nov 2015, 11:14 AM

আগামী মঙ্গলবার গ্রুপে শেষ ম্যাচে চীনের দল হেবেইয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জয় খরা কাটানোর স্বপ্ন দেখছেন মামুনুল ও তার সতীর্থরা।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় মামুনুল তিন পয়েন্ট পাওয়ার কথা বলেন।

“প্রথম ম্যাচে আমরা ক্লান্তির কারণে হেরেছি। দ্বিতীয় ম্যাচে দল ৯০ মিনিট ভালো খেলেছে; দশ জন নিয়ে দ্বিতীয়ার্ধেও ভালো খেলেছে কিন্তু রেফারির কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমরা ২-১ গোলে হারতে বাধ্য হয়েছি। শেষ ম্যাচে আমরা পুরো তিন পয়েন্ট চাই।”

“(দ্বিতীয় ম্যাচের মতো) তৃতীয় ম্যাচেও আমরা স্থানীয় দলের বিপক্ষে খেলব কিন্তু আমরা আমাদের সেরা পারফরমটা করবো। আমরা প্রত্যেকটা ম্যাচে উন্নতি করছি। সর্বশেষ ম্যাচের চেয়ে যদি তৃতীয় ম্যাচে আরেকটু ভালো খেলতে পারি, তাহলে তিন পয়েন্ট পাব”, যোগ করেন এই মিডফিল্ডার।

ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের হান্থারওয়াদি ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে চীনের দল লিজিয়ানের কাছে ২-১ গোলে হারে মামুনুলরা।