বড় জয়ে শীর্ষে ইন্টার মিলান

সেরি আর চলতি মৌসুমে ইন্টার মিলানের নবম জয়ের আনন্দটা একটু বেশিই। লিগে এ মৌসুমে এই প্রথম একাধিক গোলে জিতল রবের্ত মানচিনির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 09:57 AM
Updated : 23 Nov 2015, 09:57 AM

নিজেদের মাঠে রোববার ফ্রোজিনোনেকে ৪-০ ব্যবধানে হারায় ইন্টার। লিগে দলটির আগের পাওয়া আট জয় ছিলো ন্যূনতম ব্যবধানের।

২৯তম মিনিটে জোনাথান বিয়াবিয়ানির গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে মাউরো ইকার্দি, মুরিয়ো ও মার্সেলো ব্রোজোভিচ একটি করে গোল করলে স্বাগতিকদের বড় ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এই জয়ের পর ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সেরি আয় শীর্ষে উঠে এসেছে ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ লিগ শিরোপা জেতা ইন্টার।

ইন্টারের জয়ে হেল্লাস ভেরোনাকে ২-০ গোলে হারিয়ে এর আগে শীর্ষে ওঠা নাপোলি ২৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।

নাপোলির সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে তৃতীয় ফিওরেন্তিনা; লিগের সর্বশেষ ম্যাচে এমপোলির সঙ্গে ড্র করে তারা।

বোলোনিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা এএস রোমা (২৭) চতুর্থ আর এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে লিগের শিরোপাধারী ইউভেন্তুস ২১ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।