‘কেবল টম ক্রুজই পারেন চেলসিকে শিরোপা জেতাতে’

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার আশা ছেড়েই দিয়েছেন জোসে মরিনিয়ো। চেলসি কোচের মতে, এখন তাদেরকে চ্যাম্পিয়ন করানোর অসাধ্য কাজটা একমাত্র ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজের পক্ষেই শুধু সম্ভব!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 04:39 PM
Updated : 22 Nov 2015, 04:39 PM

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে নরিচ সিটিকে ১-০ গোলে হারানোর পর এ কথা বলে মরিনিয়ো। 
 
এবারের লিগে টানা তিনটি হারের পর জিতল চেলসি। ১৩ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের এটা চতুর্থ জয়। ১৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে তারা। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে দলটি।
 
এতটা পিছিয়ে পড়ার পর চ্যাম্পিয়ন হওয়াটা মনিরিয়ো আর করছেন না। শিরোপা ধরে রাখাটা কতটা অসম্ভব তা বোঝাতেই হলিউডের সিনেমা ‘মিশন ইমপসিবল’ -এর নায়ক টম ক্রুজের কথা বলেন পর্তুগিজ এই কোচ।
 
“আপনি যদি আমাকে শিরোপা জেতার বিষয়ে জিজ্ঞাসা করেন, তাহলে আমি এটাকে অসম্ভব লক্ষ্য বলব। হয়তো টম ক্রুজ এটা করতে পারেন, কিন্তু সেটা জটিল!”
 
শিরোপার আশা ছেড়ে দিলেও পয়েন্ট তালিকায় প্রথম চার দলের মধ্যে থেকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা সম্ভব বলে এখনও মনে করেন মরিনিয়ো।