মেসির ফেরায় আনন্দ বার্সেলোনায়

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়া বার্সেলোনার আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে লিওনেল মেসির মাঠে ফেরা। তারকা এই ফরোয়ার্ড এত দ্রুত মাঠে ফিরতে পারবেন বলে ভাবেননি তার সতীর্থরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 03:36 PM
Updated : 22 Nov 2015, 05:36 PM

ফেরার ম্যাচে মেসি গোল পাননি বা সতীর্থদের গোলে অবদানও রাখতে পারেননি। তবে সান্তিয়াগো বের্নাবেউ থেকে গত শনিবার লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতে এসেছে বার্সেলোনা।
 
ম্যাচ শেষে মেসির ফেরা নিয়ে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস বলেন, “আমরা আগ্রহ ভরে মেসির ফেরার অপেক্ষা করছিলাম। সে ভালো আছে এবং ফিরেছে বলে আমরা আনন্দিত।”
 
“সে যখন চোটে ছিল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি”, যোগ করেন সুয়ারেস।
 
ইভান রাকিতিচের বদলি হিসেবে ম্যাচের ৫৭তম মিনিটে মাঠে নামেন মেসি। এনরিকে ব্যাখ্যা করেন মেসিকে বদলি হিসেবে খেলানোর বিষয়টি। 
 
“শুরুতে না নামিয়ে মেসিকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়াটা তুলনামূলক সহজ ছিল। এত দিনের চোট কাটিয়ে ফেরার পর এটাই সেরা সিদ্ধান্ত হবে বলে আমার ও তার কাছে মনে হয়েছে।”