বড় হারে শেষ বাংলাদেশের জুনিয়র এশিয়া কাপ

হকির জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের শেষটা বড় হারের হতাশা দিয়েই হলো। স্থান নির্ধারণী ম্যাচে আসরের স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে মাহবুব হারুনের শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 02:45 PM
Updated : 22 Nov 2015, 02:45 PM

মালয়েশিয়ার কুয়ানতানে রোববারের ম্যাচে হেরে ষষ্ঠ স্থানে থেকে জুনিয়র এশিয়া কাপের এবারের আসর শেষ করলো বাংলাদেশ। মালয়েশিয়া হয়েছে পঞ্চম।
 
প্রথমার্ধে তিন গোল খেয়ে পিছিয়ে পড়া অসীম গোপের দল দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল হজম করে।
 
পাকিস্তানের কাছে ৩-১ গোলে হেরে জুনিয়র এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ওমান (৫-৪) ও দক্ষিণ কোরিয়াকে (২-০) হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে সারোয়ার-মিলনরা।
 
সেমি-ফাইনালে উঠতে পারলে ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ ছিল অসীমদের। কিন্তু শক্তিশালী জাপানের কাছে ৩-০ গোলে হেরে সে আশা পূরণ হয়নি।
 
এরপর স্থান নির্ধারনী ম্যাচে ওমানকে ফের হারায় বাংলাদেশ। ওমানের বিপক্ষে টাইব্রেকারে পাওয়া ৩-২ গোলের জয়ে হারুনের শিষ্যদের সামনে সুযোগ আসে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করার। কিন্তু মালয়েশিয়ার কাছে হেরে শেষে আট দলের মধ্যে ষষ্ঠ হতে হয় বাংলাদেশকে।