আর্জেন্টিনা দলে স্বস্তির হাওয়া

কলম্বিয়ার বিপক্ষে জয় আর্জেন্টিনা দলে এক রাশ স্বস্তির হাওয়া নিয়ে এসেছে। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পাওয়ার পর দেশটির কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, শান্তি অনুভব করছেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2015, 09:44 AM
Updated : 18 Nov 2015, 09:57 AM

কলম্বিয়ার উপকূলবর্তী শহর বারানকিইয়া থেকে গত মঙ্গলবার ১-০ গোলের জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।

লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো ও কার্লোস তেভেসবিহীন আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার লুকাস বিলিয়া।

ঘরের মাঠে একুয়েডরের কাছে ২-০ গোলে হেরে রাশিয়া ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করে আর্জেন্টিনা। এর পর প্যারাগুয়ে ও ব্রাজিলের সঙ্গে ড্র করে অনেকটাই চাপে পড়ে গিয়েছিল মার্তিনোর দল।

কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর মার্তিনোর কণ্ঠে চাপ থেকে বেরিয়ে আসতে পারার স্বস্তি ফুটে উঠেছে।

“আমি আনন্দ ও শান্তি অনুভব করছি। কারণ ব্রাজিলের বিপক্ষে ম্যাচের চেয়েও ভালো করেছি।”

ব্রাজিল ম্যাচের পর খুব বেশি সময় না পেলেও খেলোয়াড়রা দারুণ একটি ম্যাচ খেলেছে বলে উল্লেখ করেন মার্তিনো।

“আমরা হেরে গেলে মানুষ বলত যে, খেলোয়াড়রা কম দৌড়েছে …; কিন্তু বিষয়টি তা নয়।”

মার্তিনো জানান, তাপমাত্রার কারণে খেলোয়াড়রা স্বাভাবিক অবস্থার চেয়ে ক্লান্ত ছিল।