রোনালদোকে পেলেই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি!

ভালো একটি দল গড়তে পিএসজি প্রচুর অর্থ ব্যয় করলেও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখনও চূড়ান্ত সাফল্য পায়নি। ফ্রান্সের চ্যাম্পিয়ন দলটির ডিফেন্ডার চিয়াগো সিলভা মনে করেন, ক্রিস্তিয়ানো রোনালদোর মতো একজন খেলোয়াড়ের অভাবেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারছে না তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2015, 08:37 PM
Updated : 10 Nov 2015, 02:13 PM

রিয়াল মাদ্রিদের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। তবে অন্য কোথাও পর্তুগিজ এই তারকার যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলতেই থাকে।

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে রিয়ালের ১-০ গোলের জয়ের পর পিএসজি কোচ লরাঁ ব্লাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় রোনালদোকে। আর এর পরই ৩০ বছর বয়সী এই তারকাকে নিজের দলে পাওয়ার আশার কথা জানান সিলভা।

“বড় মাপের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারা সব সময়ই দারুণ। আর রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়।”

সিলভা মনে করেন, রোনালদোকে কেনার চেষ্টা করা হলে পিএসজির খেলোয়াড়রাও খুশি হবে।

“সে অসাধারণ এক খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড়, যে কিনা যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ হবে এবং বিশেষ করে পিএসজির জন্য, যারা অসাধারণ খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়।”

মাদ্রিদে ব্লাঁ আর রোনালদোর মধ্যে কী কথা হয়েছে, তা জানেন না সিলভা। তবে ব্রাজিলের এই ডিফেন্ডার আশা, রোনালদো পিএসজিতে যোগ দেবেন।