বার্সায় মেয়াদ বাড়াতে আগ্রহী নেইমার

স্পেনের লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন দলটির টেকনিক্যাল সেক্রেটারি রবের্ত ফের্নান্দেস কাতালুনিয়া রেডিওকে গত সপ্তাহে জানিয়েছিলেন, নেইমারের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা ভালোভাবেই এগিয়ে চলছে। ফের্নান্দেস এটা জানানোর সঙ্গে যোগ করেছিলেন, তার বিশ্বাস নেইমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থাকবেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 02:11 PM
Updated : 13 Oct 2015, 02:11 PM

বার্সেলোনায় আরও বেশি সময় থাকতে চান ব্রাজিলের নেইমার। মেয়াদ বাড়াতে নতুন চুক্তি করতে আগ্রহী ব্রাজিলের এই ফরোয়ার্ড। 

বার্সেলোনার হয়ে শততম ম্যাচ খেলার পর নেইমার জানিয়েছিলেন, কাম্প নউতে তিনি সুখেই আছেন।
 
আবারও তিনি বললেন, “এই ক্লাব আর বার্সেলোনায় আমি খুব সুখে আছি, এখানে আমি খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি।”
 

নেইমার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে জানান, বিষয়টি তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়রের উপরই নির্ভর করছে।
নতুন চুক্তির বিষয়টি বাবার হাতে ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, “আমার চু্ক্তির মেয়াদ আরও তিন বছর আছে। … এই মুহূর্তে আমার একমাত্র ভাবনা হচ্ছে, ক্লাবকে সাহায্য করায় মনোযোগ দেওয়া এবং বার্সেলোনার হয়ে শিরোপা জেতা।”
“অবশ্যই (আমি চুক্তি নবায়ন করতে চাই)। কিন্তু এ নিয়ে আমরা পরে কথা বলব।”, যোগ করেন ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক।
বার্সেলোনায় একটি স্বপ্ন পূরণের বিষয় উল্লেখ করতে গিয়ে নেইমার বলেন, “(১০০ ম্যাচ খেলা) আমার কাছে অনেক কিছু। কারণ, এখানে খেলাটা আমার কাছে সবসময়ই স্বপ্ন। ছোটবেলা থেকে আমি এখানে খেলতে চাইতাম এবং এই ক্লাবের হয়ে ১০০ ম্যাচ খেলা বড় সম্মানের।”