সমালোচনায় কান দিচ্ছেন না ব্রাজিলের আলভেস

চিলির কাছে হেরে যাওয়ার পর দুঙ্গা আর তার দলের সমালোচনা চলছে চারদিকে। তবে এসবে কান না দিয়ে ভেনেজুয়েলা ম্যাচের আগে সতীর্থদের খেলায় মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন দলটির ডিফেন্ডার দানি আলভেস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 11:43 AM
Updated : 13 Oct 2015, 11:43 AM

রাশিয়া ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশ করে আলভেস বলেন, “আমরা মনে করি, ব্রাজিলের মানুষ দেশের অন্য বিষয়গুলো নিয়ে খুব রেগে আছে; যা এসে পড়ছে জাতীয় দলের উপর।”
 
আলভেস মনে করেন, ২০১৪ বিশ্বকাপ ও ২০১৫ কোপা আমেরিকা থেকে হতাশাজনকভাবে বাদ পড়ার পর নষ্ট হওয়া ব্রাজিলের ফুটবলের ভাবমূর্তি ফিরিয়ে আনার দায়িত্ব খেলোয়াড়দেরই। 
 
"আমরা জানি, সেলেসাওদের ওপর আগের মতো আস্থা আর নেই। তাই কিছু স্থিতিশীলতা অর্জন করতে চাইছি আমরা।”