চোটের অজুহাত দেখাতে চান না আর্জেন্টিনা কোচ

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে চোট আর্জেন্টিনা দলকে অনেকটাই এলোমেলো করে দিয়েছে। তবে এটাকে অজুহাত হিসেবে না দেখিয়ে কোচ জেরার্দো মার্তিনো হাতে থাকা খেলোয়াড়দের নিয়েই জয়ের পথ খুঁজছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 07:59 AM
Updated : 13 Oct 2015, 07:59 AM

চোটের কারণে আগে থেকেই আর্জেন্টিনা দলে নেই অধিনায়ক লিওনেল মেসি। এভার বানেগা আর এনসো পেরেসও এবারের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই ছিটকে পড়েন।
 
একুয়েডরের কাছে নিজেদের মাঠে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে চোট পান সের্হিও আগুয়েরো। এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে।
 

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার রক্ষণও কিছুটা এলোমেলো অবস্থায় আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কোস রোহো চোটের কারণে আগে থেকেই নেই। এই ম্যাচে মার্তিনো পাচ্ছেন না এসেকিয়েল গারায়কেও। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নেন তিনি।
মার্তিনো মনে করেন, দলে থাকা খেলোয়াড়দেরই দেশকে জয় এনে দেওয়ার কাজটা করতে হবে। 
“না থাকা খেলোয়াড়দের সংখ্যা আমাদের জন্য অজুহাত নয়।”
প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতে পারছেন না মার্তিনো। আর এর জন্য কী করতে হবে, শিষ্যদের শুধু সেটাই মনে করিয়ে দিলেন তিনি।
“ভালো পারফরম্যান্স ছাড়া জয়ের চিন্তা করাটা কঠিন। ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।”