কিরগিজস্তানের মাঠে লড়াইয়ের আশা বাংলাদেশের

নিজেদের মাঠে হারলেও বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে কিরগিজস্তানের মাঠে ভালো ফলের আশা নিয়েই নামবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 02:21 PM
Updated : 12 Oct 2015, 02:21 PM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে আগামী মঙ্গলবার নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ সময় ৮টায় শুরু হবে ম্যাচটি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেই বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ। তবে নতুন কোচ ফাবিও লোপেজ বিশকেকে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী।

“এখানকার আবহাওয়া ঠাণ্ডা এবং এটাই আসল সমস্যা। বাজে আবহাওয়ার কারণে আমরা আজ প্র্যাকটিস সেশন বাতিল করেছি। তবে খেলোয়াড়রা সবাই ভালো আছে। দলে কোনো চোট নেই। ভালো অনুপ্রেরণা নিয়ে আমরা নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আশা করি, বাংলাদেশের সমর্থকদের খুশি করতে পারব আমরা।”

গত শনিবার কিরগিজস্তান পৌঁছে হালকা অনুশীলন সারে বাংলাদেশ। রোববার দ্বিতীয় দিনে দুই সেশনে প্রস্তুতি নেয় খেলোয়াড়রা। তাই শেষ দিনে অনুশীলন করতে না পারলেও দল প্রস্তুত বলে জানান অধিনায়ক মামুনুল।

“খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে ফিট আছে। আগের দিন আমরা ‍দুই সেশনে অনুশীলন করেছি। সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।”

“প্রথম লেগে আমরা ওদের কাছে ৩-১ গোলে হেরেছিলাম। তখন ওদের সম্পর্কে আমরা জানতাম না। এখন ওদের খেলোয়াড়দের দক্ষতা ও দুর্বলতা সম্পর্কে জানি”, যোগ করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই মিডফিল্ডার।

চোটের কারণে জাহিদ হাসান এমিলি, জাহিদ হাসানের মতো নির্ভরযোগ্য ফরোয়ার্ড নেই বাংলাদেশ দলে। তকলিস আহমেদ, জুয়েল রানার মতো উঠতিদের দিকে তাই গোলের জন্য তাকিয়ে থাকবে দল।

কিরগিজস্তানের বিপক্ষে পজিশন বদলে মধ্যমাঠের চেয়ে ডান উইংয়ে মামুনুলকে খেলাতে পারেন কোচ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির ম্যাচেও মামুনুল-রনিদের পজিশন বদলে খেলিয়েছেন তিনি। মামুনুল রাইট উইংয়ে খেললে জামাল ভূইয়ার কাঁধে মাঝ মাঠের বাড়তি দায়িত্ব উঠবে।

তবে একটু হলেও স্বস্তির কথা, আবহাওয়া ঠাণ্ডা হলেও বিশকেকের মাঠটি একেবারে অপরিচিত নয় মামুনুল-জামালদের জন্য। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে কিছুদিন আগেই এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে এ মাঠেই খেলেছেন তারা। সেই জানাশোনাটাও কাজে আসবে বলে বিশ্বাস জামালের।

“শেখ জামালের হয়ে মাস দুয়েক আগেও এখানে খেলে গেছি আমি। সেই অভিজ্ঞতাটা কাজে লাগবে। তবে এখানে খেলতে হলে খেলোয়াড়দের খুব প্রাণশক্তি (এনার্জি) লাগে।”

বাছাই পর্বে খেলা চার ম্যাচে কিরগিজস্তানের পাওয়া একমাত্র জয়টি বাংলাদেশের বিপক্ষে। এবার কিরগিজস্তান খেলবে নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে। প্রতিপক্ষকে তাই বাড়তি সমীহ করছেন জামাল।

“কিরগিজস্তান অবশ্যই মজা করতে নামবে না। এটা বরং আমাদের জন্য ১২ বনাম ১১ ম্যাচ। কিরগিজস্তানের সমর্থকরা তাদের দলকে উজ্জীবিত করতে আসবে; তো তাদের দর্শকরাও আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে।”

বাছাই পর্বের ‘বি’ গ্রুপে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র প্রাপ্তি তাজিকিস্তানের বিপক্ষে ড্র করা। বাকি তিন ম্যাচে অস্ট্রেলিয়া, কিরগিজস্তান ও জর্ডানের কাছে হারে মামুনুলরা।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে জর্ডান। সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া। কিরগিজস্তান (৫ পয়েন্ট) ও তাজিকিস্তান (২ পয়েন্ট) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অছে। এক পয়েন্ট নিয়ে গ্রুপের পাঁচ দলের মধ্যে বাংলাদেশ আছে পঞ্চম স্থানে।