মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রোনালদোর প্রেরণা

বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতার একটা ভালো দিক খুঁজে পেয়েছেন জিনেদিন জিদান। সাবেক এই ফরাসি তারকা ফুটবলারের মতে এই প্রতিদ্বন্দ্বিতা থেকে আরও ভালো করার প্রেরণা পাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 09:11 AM
Updated : 12 Oct 2015, 09:11 AM

রোনালদোর প্রশংসা করতে গিয়ে তার সঙ্গে মেসির প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি উল্লেখ করেন বর্তমানে রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের কোচ জিদান।  
 
“মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তার (রোনালদো) সেরাটা বের করে আনতে সাহায্য করছে।”
 
রোনালদো ও মেসিকে বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার বিবেচনা করা হয়। গত সাত বছরে মেসি চারবার ও রোনালদো তিনবার করে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন।
 

সম্প্রতি রিয়ালের ইতিহাসের সেরা গোলদাতার রেকর্ড গড়া রোনালদোর মনোভাবের প্রশংসা করে ফরাসি একটি টিভি চ্যানেলকে জিদান বলেন, “রোনালদোকে অনুশীলন মাঠে আপনার দেখা উচিত। সেখানে তার কাজকর্ম দেখাটা এক কথায় চমৎকার।”
স্প্যানিশ সাবেক তারকা স্ট্রাইকার রাউল গনসালেস রিয়াল ছাড়ার পর রোনালদো মাদ্রিদের ক্লাবটির আরেক কিংবদন্তি হয়ে উঠছে বলে মনে করেন জিদান।