মাসচেরানোর পাগলামি নিয়ে বললেন মেসি

লিওনেল মেসির মতে, সতীর্থ বা নেতা হিসেবে হাভিয়ের মাসচেরানো দারুণ। কিন্তু কিছু কিছু দিনে আর্জেন্টিনার এই মিডফিল্ডারের সঙ্গে কথা বলাটা দু:সাহসের ব্যাপার হয়ে দাঁড়ায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2015, 03:19 PM
Updated : 11 Oct 2015, 03:19 PM

মেসি জানিয়েছেন, ওই বিশেষ দিনগুলোতে মাসচেরানোর সঙ্গে কথা না বলাই ভালো।

সম্প্রতি প্রকাশিত হয় মাসচেরানোর বই 'দ্য ফিফটিন স্টেপস অব লিডারশিপ'। এতে নিজের ক্যারিয়ার এবং প্রেরণা নিয়ে লেখেন বার্সেলোনা ও আর্জেন্টিনার এই মিডফিল্ডার।   

বইটির মুখবন্ধ লিখেছেন টানা চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

ক্লাব ও জাতীয় দল সতীর্থ মাসচেরানো সম্পর্কে মেসি তাতে লেখেন, "তার নিজস্ব কিছু দিন আছে। কখনও কখনও সে নিজেই এগিয়ে এসে কথা বলবে, কৌতুকও করবে, কিন্তু তার কিছু পাগলামির দিনও আছে।"

"সেক্ষেত্রে তার সঙ্গে কথা না বলা ভালো। তখন আমরা তাকে কিছু বলতে সাহস করি না।"

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছেন মাসচেরানো। তবে চোটের কারণে মাঠের বাইরে মেসি। তার অনুপস্থিতিতে গত বুধবার একুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন মাসচেরানো।

মাসচেরানোর নেতৃত্বগুণের প্রশংসা করে মেসি বলেন, "পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়, মাসচেরানো জানে। সে খুবই ইতিবাচক নেতা। ব্রাজিল বিশ্বকাপে আমি অধিনায়ক ছিলাম, কিন্তু সব সময় সে আমার পাশে ছিল এবং প্রতিটা ভুল ঠিক করে দিয়েছে।"