কিরগিজস্তানের ঠাণ্ডায় মামুনুলদের দুই বেলা প্রস্তুতি

কিরগিজস্তান পৌঁছে প্রথম দিন হালকা অনুশীলন করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দ্বিতীয় দিনে তারা অনুশীলন করেছে পুরোদমে। তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতির পাশাপাশি দেশটির ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করতে হচ্ছে মামুনুলদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2015, 02:59 PM
Updated : 11 Oct 2015, 02:59 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার এক বিজ্ঞপ্তিতে জাতীয় দলের প্রস্তুতি সম্পর্কে জানায়। ভিডিও বার্তায় টিম লিডার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, দ্বিতীয় দিনে ঠাণ্ডার মধ্যেই দুই সেশনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি নিয়েছেন মামুনুলরা।

“আজকে এখানে (কিরগিজস্তান) অনেক ঠাণ্ডা। তারপরও ছেলেরা প্রস্তুতি নিয়েছে। ছেলেরা এই ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।”

ঠাণ্ডার মামুনুলরা একটু কাবু হলেও দলের সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি, “আজ আমরা দুই সেশনে প্রস্তুতি নিয়েছি। মোটামুটি টিমের সবাই সুস্থ আছে। ভালো আছে।”  

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রপে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী মঙ্গলবার কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগের ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মামুনুলরা ৩-১ গোলে হেরেছিল।

বাছাই পর্বের ‘বি’ গ্রুপে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র প্রাপ্তি তাজিকিস্তানের বিপক্ষে ড্র করা। বাকি তিন ম্যাচে অস্ট্রেলিয়া, কিরগিজস্তান ও জর্ডানের কাছে হারে মামুনুলরা।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে জর্ডান। সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া। কিরগিজস্তান (৫ পয়েন্ট) ও তাজিকিস্তান (২ পয়েন্ট) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অছে। এক পয়েন্ট নিয়ে গ্রুপের পাঁচ দলের মধ্যে বাংলাদেশ পঞ্চম।