ইউরোর মূল পর্বে ওয়েলস, বেলজিয়াম

বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে গেলেও ইউরো ২০১৬ এর মূল পর্ব নিশ্চিত হয়েছে ওয়েলসের। অ্যান্ডোরাকে হারিয়ে এই গ্রুপ থেকে ফ্রান্সে যাওয়াটা নিশ্চিত হয়েছে বেলজিয়ামেরও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2015, 04:47 AM
Updated : 11 Oct 2015, 04:49 AM

৫৭ বছরের মধ্যে এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠল ওয়েলস।

‘বি’ গ্রুপের ম্যাচে শনিবার রাতে বসনিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় গ্যারেথ বেলের দল। তবে গ্রুপের অন্য ম্যাচে ইসরায়েলকে সাইপ্রাস ২-১ গোলে হারিয়ে দেওয়ায় ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের পর আবার বড় কোনো টুর্নামেন্টের মূল পর্বে যাওয়াটা নিশ্চিত হয়ে যায় ওয়েলসের।

দেশটির তারকা ফুটবলার গ্যারেথ বেল বলেন, “এটা আমার জীবনের সেরা পরাজয়!”

“আমি যখন ছোটো ছিলাম তখন একটা বড় টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখতাম। এখন এটা এখানেই শেষ হবে না; ফ্রান্সেও আমাদের অনেক কিছু করার আছে”, যোগ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

ওয়েলসের হেরে যাওয়ায় গ্রুপের শীর্ষে উঠে আসে অ্যান্ডোরাকে ৪-১ গোলে হারানো বেলজিয়াম। সেই সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় গত বিশ্বকাপের শেষ আগের দেশটির।

ওয়েলসকে গ্রুপে প্রথম হারের স্বাদ দেওয়া বসনিয়ারও প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা টিকে আছে।