কাজাখস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল নেদারল্যান্ডস

এবারের ইউরো বাছাইপর্বের শুরু থেকেই বারবার হোঁচট খাওয়া নেদারল্যান্ডস মূল পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। নবম রাউন্ডে কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 06:15 PM
Updated : 10 Oct 2015, 06:15 PM

প্রতিপক্ষের মাঠে নেদারল্যান্ডসের দুই গোলদাতা হলেন জর্জিনিও ভিনালডাম ও ভেসলি স্নেইডার।

গ্রুপের সেরা দুই স্থানে থেকে মূল পর্বে ওঠার আশা আগেই শেষ হয়ে গেছে। সবগুলো গ্রুপের তৃতীয় দলগুলোর মধ্যে সেরা হয়ে কিংবা প্লে-অফ খেলে লক্ষ্য পূরণের জন্যেও বাছাইপর্বের শেষ দুই রাউন্ডে জয়ের বিকল্প নেই নেদারল্যান্ডেসের।

এমন কঠিন লক্ষ্য নিয়ে শনিবার খেলতে নামা নেদারল্যান্ডস শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। প্রথম ২০ মিনিটে বেশ কয়েকটি ভালো সুযোগও পায় তারা, কিন্তু সাফল্য মিলছিল না।

অবশেষে ৩৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি। ডি বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার জর্জিনিও ভিনালডাম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। ক্লাস-ইয়ান হুন্টেলারের বাড়ানো বল ধরে বাঁ পায়ের শটে গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার ভেসলি স্নেইডার।

মাঝে কিছুটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা দারুণ জমে ওঠে। ১০ মিনিটের মধ্যে উভয় দলই দারুণ কয়েকটি সুযোগ পায়, কিন্তু সে যাত্রায় গোল হয়নি।

যোগ করা সময়ের শেষ দিকে কাজাখস্তানের মিডফিল্ডার ইসলামবেক কুয়াত ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন। তবে শেষ পর্যন্ত ডাচদের জয়ের পথে বাধা হতে পারেনি তারা।

এই জয়ের পর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত 'এ' গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস।

এই গ্রুপ থেকে আগেই মূল পর্বের টিকেট পাওয়া দল দুটি হলো আইসল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।