ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন লুইস

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে একটা দুঃসংবাদই পেলো ব্রাজিল। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার দাভিদ লুইস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 05:03 PM
Updated : 10 Oct 2015, 05:03 PM

গত শুক্রবার চিলির কাছে ২-০ গোলে হেরে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শুরু করে ব্রাজিল। ওই ম্যাচেই চিলির এদুয়ার্দো ভারগাসের ট্যাকলে হাঁটুতে চোট পান লুইস।
 
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে লুইসের দল ছেড়ে যাওয়ার কথা জানায়।
 
বিবৃতিতে বলা হয়, দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে লুইস পুরোপুরি সেরে উঠবেন না।
 
১৪ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ ম্যাচে লুইসের জায়গা পূরণের জন্য নতুন কাউকে এখনও ডাকেননি দলটির কোচ কার্লোস দুঙ্গা।
 
জাতীয় দল ছেড়ে লুইস তার ক্লাব পিএসজিতে ফিরবেন বলে জানিয়েছে সিবিএফ।