নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবার প্লাতিনির আপিল

ফিফা সভাপতি জেপ ব্লাটারের পর এবার সহ-সভাপতি মিশেল প্লাতিনিও ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 01:29 PM
Updated : 10 Oct 2015, 01:29 PM

সংস্থাটির এথিক্স কমিটি ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করছে। এই কমিটিই গত বৃহস্পতিবার তাদেরকে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে। 
 
একই দিন মহা সচিব জেরোম ভালকেকেও সাময়িক বরখাস্ত করা হয়। নিষিদ্ধ হওয়া তিন ফুটবল কর্তাই অবশ্য কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
 
ফিফার সহ-সভাপতির পদ ছাড়াও ২০০৭ সাল থেকে উয়েফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্লাতিনি।
 
সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে গত মাসে ফৌজদারি তদন্ত শুরু করার পর ফিফার এথিক্স কমিটি জুরিখে এ সপ্তাহে বৈঠকে বসে। তদন্তে উঠে আসে প্লাতিনির নাম।
 
সুইস কর্তৃপক্ষের অভিযোগ, ৭৯ বছর বয়সী ব্লাটার ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে অর্থ’ দিয়েছেন।
 
এথিক্স কমিটি প্লাতিনির বিরুদ্ধেও নয় বছর আগে ২০ লাখ ইউরো নেওয়া নিয়ে তদন্ত করছে। ৬০ বছর বয়সী সাবেক এই ফুটবল তারকা ব্লাটারের উপদেষ্টা হিসেবে তখন কাজ করেছিলেন।
 
অনেকেই মনে করেন, ব্লাটারের উত্তরসূরি হওয়ার ক্ষেত্রে উয়েফা প্রধান প্লাতিনি অনেকটাই এগিয়ে আছেন। ফ্রান্সের সাবেক ফুটবলার এখনও ফিফা সভাপতি পদে নির্বাচন করার পরিকল্পনা করছেন। বরখাস্ত হওয়ার পরও উয়েফার সমর্থনও পাচ্ছেন তিনি। ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আগামী সপ্তাহে জরুরি সভা ডেকেছে।