রোনালদোকে ছেড়ে দিল পর্তুগাল

ইউরোর মূলপর্ব নিশ্চিত হওয়ার পর দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছে পর্তুগাল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 11:28 AM
Updated : 10 Oct 2015, 11:28 AM

গত বৃহস্পতিবার ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের সেরা হয়ে ২০১৬ ইউরোয় খেলা নিশ্চিত করে পর্তুগাল। পরে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোনালদোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান কোচ ফের্নান্দো সান্তোস।
 
সার্বিয়ার বিপক্ষে আগামী রোববার বাছাইপর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো ছাড়াও পর্তুগিজ দলে থাকছেন না মিডফিল্ডার তিয়াগো ও ডিফেন্ডার রিকার্দো কারবাইয়ো। এদের সবাইকেই জাতীয় দল থেকে বিশ্রাম দিয়েছেন সান্তোস।
 
ডেনমার্কের বিপক্ষে চোট পাওয়া ফাবিও কোয়েন্ত্রাওকেও ছেড়ে দিয়েছে ২০০৪ ইউরোর রানার্সআপরা।
 
এই চার জনই তাদের নিজ নিজ ক্লাবে ফিরে যেতে পারেন বলে জানান সান্তোস।
 
সার্বিয়া ম্যাচের জন্য দুই জন নতুন খেলোয়াড়কে ডেকেছেন কোচ। তারা হলেন দুই উইঙ্গার রিকার্দো পেরেইরা ও রুই ফন্তে।