৩ মাসের জন্য মাঠের বাইরে গোটসে

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি লম্বা সময়ের জন্যই হারিয়েছে মারিও গোটসেকে। বায়ার্ন মিউনিখের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে মাঠে ফিরতে প্রায় তিন মাস অপেক্ষা করতে হতে পারে।   

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 10:32 AM
Updated : 10 Oct 2015, 10:32 AM

গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইউপরো বাছাই পর্বের ম্যাচে চোট পান গোটসে। সেই ম্যাচে ১-০ ব্যবধানে হারে তার দল। 
 
চোট পেয়ে ৩৫তম মিনিটে মাঠ ছাড়েন গোটসে। তার চোট কতটা গুরুতর সেই সময়ে বোঝা যায়নি। পরে পরীক্ষায় দেখা গেছে ঊরুর পেশির তন্তু ছিড়ে গেছে 
 
বায়ার্ন এক বিবৃতিতে জানায়, ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে গোটসেকে। তবে এখনও জার্মানি জাতীয় দলের চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
 
চলতি মৌসুমে সব ধরনের ফুটবলে ১১ ম্যাচে ১২ গোল করেছেন বায়ার্নের গোটসে।
 
আগামী রোববার জর্জিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে জার্মানি। মূল মঞ্চে জায়গা করে নেওয়ার জন্য এখনও ১ পয়েন্ট প্রয়োজন ইওয়াখিম লুভের দলের।