মেসির পাশে বার্সা

কর ফাঁকির মামলায় লিওনেল মেসিকে পূর্ণ সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 12:08 PM
Updated : 9 Oct 2015, 12:08 PM

মেসি ও তার বাবার বিরুদ্ধে ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
 
স্পেনের সরকারি আইনজীবীরা মেসিকে রেহাই দিয়ে শুধু তার বাবার বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার ওই মামলা থেকে মেসিকে মুক্তি দিতে আইনজীবিদের প্রস্তাব প্রত্যাখান করে স্পেনের একটি আদালত। মেসি ও তার বাবার ২২ মাসের জেল চেয়েছেন স্টেট অ্যাটর্নি।
 
বিচারকের ওই রায়ের পর বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, সরকারি আইনজীবীদের অবস্থান স্টেট অ্যাটর্নির মতের ‘পুরো উল্টো’।
 
টানা চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং সবসময় তাদের পাশে থাকার কথা বিবৃতিতে জানায় বার্সেলোনা কর্তৃপক্ষ।    
 
“মেসি ও তার পরিবারকে আইনি, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সব ধরনের সাহায্য ও পূর্ণ সমর্থন দিয়ে যাবে ক্লাব।”
 
মেসি ছাড়াও গত কয়েক মাসে বার্সেলোনার আরও দুই খেলোয়াড় আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো ও ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠে। তবে কোনো ধরনের অপরাধ করার কথা অস্বীকার করেন তারা।