মেসি-রোনালদোকে চান না ক্লপ

লিভারপুলের বর্তমান দল নিয়েই সন্তুষ্ট ইয়ুর্গেন ক্লপ। লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদোর মতো ফুটবলারদের দরকার নেই বলে জানিয়েছেন ইংলিশ ক্লাবটির নতুন কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 09:48 AM
Updated : 9 Oct 2015, 09:48 AM

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বাজে শুরুর পর কোচের পদ থেকে ব্রেন্ডন রজার্সকে বরখাস্ত করে লিভারপুল। তারই জায়গায় বৃহস্পতিবার জার্মানির কোচ ক্লপকে নিয়োগ দেয় অ্যানফিল্ডের ক্লাবটি। 
 
এবারের ইপিএলে আট রাউন্ডে মাত্র তিনটি ম্যাচ জেতা রজার্স লিভারপুলে কিছু খেলোয়াড়ের চুক্তি নিয়ে সমালোচিত হন। তবে ক্লপ মনে করেন এই দলের মধ্যেই সাফল্যের উপাদান লুকিয়ে আছে। 
 
“এই দলের প্রতিভায় আমি বিশ্বাস করি বলেই এখানে এসেছি। আমি দলটি দেখেছি এবং মনে করি, সবকিছুই ভালো।”
 

লিভারপুল যে বিশ্বের সেরা ক্লাব নয়, এটা মানছেন ক্লপ। তবে সমস্যাগুলো দূর করে লিভারপুলকে সেরা বানাতে চান তিনি। আর এর জন্য হাতে যে রসদ আছে, তার ওপরই ভরসা করছেন ক্লপ।
“আমি স্বপ্ন দেখার মানুষ নই। আমি ক্রিস্তিয়ানো বা লিওনেলের মতো খেলোয়াড়দের এক দলে পেতে চাই না। আমি বর্তমান দলটাই চাই। এখন আমরা কাজ শুরু করবো।”