মেসির অভাব টের পেয়েছে আর্জেন্টিনা

ইকুয়েডরের কাছে আর্জেন্টিনার হারের পর লিওনেল মেসির অভাব টের পাওয়ার কথা বলেছেন তার সতীর্থরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 06:46 AM
Updated : 9 Oct 2015, 06:48 AM

বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারে মেসিবিহীন আর্জেন্টিনা।

ম্যাচ শেষে ডিফেন্ডার লুকাস বিগলিয়া বলেন, “আমরা অধৈর্য ছিলাম। আর অবশ্যই মেসির অভাব বোধ করেছি আমরা।”

চোটের কারণে মেসি ছাড়াও ইকুয়েডরের বিপক্ষে জেরার্দো মার্তিনোর দলে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কোস রোহো আর মাঝমাঠের জুটি সেভিয়ার এভার বানেগা ও ভালেন্সিয়ার এনসো পেরেস।

ম্যাচের ২৪তম মিনিটে পায়ের চোট নিয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোও।

সব মিলিয়ে আর্জেন্টিনা একটু এলোমেলো হয়ে যায়। এর ছাপ খেলায় পড়েছে বলে মনে করেন মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।

“আমরা কখনই তাদের চেয়ে ভালো খেলতে পারিনি। ইকুয়েডর আমাদের যে সমস্যায় ফেলেছে তার জবাব আমরা কখনোই দিতে পারিনি। আমরা কখনই স্বস্তিতে ছিলাম না।”