প্যারাগুয়ের বিপক্ষে নেই আগুয়েরো

আর্জেন্টিনা দলে চোটের তালিকাটা আরেকটু বড় হয়েছে। লিওনেল মেসির পর আক্রমণভাগের আরেক তারকা সের্হিও আগুয়েরোও মাঠের বাইরে চলে গেলেন। প্যারাগুয়ের বিপক্ষে দেশটির বিশ্বকাপ বাছাই পর্বের পরের ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 06:26 AM
Updated : 9 Oct 2015, 06:48 AM

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে পায়ে চোট পান আগুয়েরো।

ম্যাচের ২৪তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো প্যারাগুয়ের বিপক্ষে তার খেলতে না পারার খবরটি দেন।

“সিটির হয়ে সবশেষ ম্যাচটি থেকেই আগুয়েরোর সমস্যা ছিল। সেই ম্যাচে ৬৫ মিনিট পর্যন্ত ভালোই খেলেছিল সে। এই সপ্তাহটা আমরা তার পরিচর্যা করেছি। সে ভালোই দৌড়াতে পারছিল, খুব স্বস্তিতে। কিন্তু সে ব্যথাটা অনুভব করেছে। দুর্ভাগ্যবশত আমরা তাকে হারাতে যাচ্ছি।”

চোটের কারণে এর আগে আর্জেন্টিনা দল থেকে ছিটকে পড়েন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি, ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কোস রোহো আর মাঝমাঠের জুটি সেভিয়ার এভার বানেগা ও ভালেন্সিয়ার এনসো পেরেস।
 
প্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে।