রেহাই পাচ্ছেন না মেসি

কর ফাঁকির মামলা থেকে রেহাই মিলছে না লিওনেল মেসির। স্পেনের একটি আদালত বার্সেলোনার এই তারকার বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 03:59 PM
Updated : 8 Oct 2015, 04:01 PM

কর ফাঁকির মামলা থেকে মেসিকে মুক্তি দিতে আইনজীবিদের করা আবেদন প্রত্যাখান করেন বিচারক।  মেসি ও তার বাবার ২২ মাসের জেল চেয়েছেন স্টেট অ্যাটর্নি।

মেসি ও তার বাবার বিরুদ্ধে ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে প্রথম থেকেই কোনো ধরণের অপরাধ করার কথা অস্বীকার করে আসছেন তারা।

গত বুধবার দেশটির সরকারি আইনজীবীরা মেসিকে রেহাই দিয়ে শুধু তার বাবার বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন।

কর কর্তৃপকক্ষের অভিযোগ, ২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে হোর্হে তার ছেলের আয়কর ফাঁকি দেন।

২০১৩ সালে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন।