লিভারপুলের কোচ জার্মানির ক্লপ

তিন বছরের জন্য লিভারপুলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 03:11 PM
Updated : 9 Oct 2015, 05:47 AM

লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্সের স্থলাভিষিক্ত হলেন জার্মানির ক্লপ। সাড়ে তিন বছর দায়িত্বে থাকার পর দলের বাজে পারফরম্যান্সের দায়ে গত রোববার রজার্সকে বরখাস্ত করে অল রেডস নামে পরিচিত দলটি।
 
সাত বছর জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কোচ থাকার পর গত মে মাসে সরে দাঁড়ান ৪৮ বছর বয়সী ক্লপ। এরপর কোনো ক্লাবের দায়িত্ব না নিয়ে ছুটি কাটাচ্ছিলেন বরুসিয়ার হয়ে বুন্দেসলিগার দুটি শিরোপা জেতা এই কোচ।
 
বৃহস্পতিবার লিভারপুলের সঙ্গে এক কোটি ৫০ লাখ পাউন্ডে তিন বছরের চুক্তি হয় ক্লপের। বছরে তিনি ৫০ লাখ পাউন্ড পাবেন। তবে লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা জিতলে বা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলে তা বেড়ে ৭০ লাখ পাউন্ড পর্যন্ত হবে।
 
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শেষ হওয়া আট রাউন্ডের মাত্র তিনটিতে জেতা লিভারপুল ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।