আমি নতুন নেইমার নই: কস্তা

বিশ্বকাপের বাছাই পর্বের শুরুতে দলের সেরা খেলোয়াড় ও অধিনায়ক নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। মিডফিল্ডার দগলাস কস্তা মনে করছেন, নেইমারের শূন্যতা অপূরণীয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 11:59 AM
Updated : 8 Oct 2015, 11:59 AM

নিষেধাজ্ঞার জন্য চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের দুই ম্যাচে খেলা হবে না নেইমারের।  

বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে পাঁচটায় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কস্তা মনে করেন, তিনি একা নেইমারের শূন্যতা পূরণ করতে পারবেন না। তার বদলে সেরা খেলোয়াড়ের অভাব পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টা চান কস্তা।

"আমি নতুন নেইমার নই, আমি তার অভাবও পূরণ করবো না। আপনি নেইমারের শূন্যতা পূরণ করতে পারবেন না। আমি আমার কাজটুকু করবো এবং কোচের নির্দেশ যতটা ভালোভাবে সম্ভব পালন করবো।"

কস্তা মনে করেন, বার্সেলোনা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতি দলের জন্য বড় একটা ধাক্কা। তিনি মনে করেন, একক কারোর ওপর নির্ভর না করে পুরো দলকেই এগিয়ে আসতে হবে।                 

কস্তার বিশ্বাস, বিশ্বের যেকোনো দলই নেইমারের অভাব অনুভব করবে। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণে দৃঢ় প্রত্যয়ের কথাও জানান বায়ার্নের মিডফিল্ডার।

গত জুলাইয়ের আলিয়াঞ্জ অ্যারেনায় আসার পর থেকে দারুণ খেলছেন কস্তা। ব্রাজিলের এই মিডফিল্ডার নতুন দলের হয়ে বুন্দেসলিগায় পাঁচটি গোলে অবদান রেখেছেন।