ব্রাজিলের বিপক্ষে অনিশ্চিত সানচেস, ভিদাল

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নাও দেখা যেতে পারে চিলির দুই তারকা আলেক্সিস সানচেস ও আর্তুরো ভিদালকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 10:55 AM
Updated : 8 Oct 2015, 11:00 AM

কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের দুই তারকাকে নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন কোচ হোর্হে সামপাওলি।

২০১৮ সালের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ব্রাজিলের মুখোমুখি হবে চিলি।

ছন্দে থাকা আর্সেনালের ফরোয়ার্ড সানচেস হাঁটুর চোটে ভুগছেন। ক্লাবের হয়ে শেষ দুই ম্যাচে ৫ গোল করেন তিনি।

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার ভিদালের চোট কুঁচকিতে।

আর্জেন্টাইন কোচ সামপাওলি বলেন, "ওরা একই অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমি নিশ্চিত করতে পারছি না, ওদের কেউ ব্রাজিলের মুখোমুখি হওয়ার জন্য ফিট হবে কি না।"

দলের সেরা দুই তারকাকে না পেলেও ভালোভাবেই রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর ব্যাপারে আত্মবিশ্বাসী ৫৫ বছর বয়সী সামপাওলি।

"অবশ্যই ওরা আমাদের জন্য মূল্যবান। কিন্তু আমি আত্মবিশ্বাসী, ওদের যদি নাও পাওয়া যায় ব্রাজিল বা পেরুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো স্কোয়াড আমাদের রয়েছে।"

দুঙ্গার ব্রাজিল গত কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়। তবে তাদের প্রতি শ্রদ্ধার কমতি নেই সামপাওলির।

"ব্রাজিল ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করা সবচেয়ে বাজে পরিস্থিতি। ওরা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলের একটি। ওদের দলে সেরা সব খেলোয়াড় আছে। অন্য দলগুলোর তুলনায় ব্রাজিল বা আর্জেন্টিনার বিপক্ষে শুরু অনেক বেশি ঝুঁকিপূর্ণ।"