আলঝেইমারসে আক্রান্ত জার্ড মুলার

জার্মানি ও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আলঝেইমারস রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 09:28 AM
Updated : 7 Oct 2015, 09:28 AM

জার্মানির সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন এক বিবৃতির মাধ্যমে মুলারের অসুস্থতার কথা জানায়।
 
সাবেক পশ্চিম জার্মানির হয়ে ৬২টি ম্যাচ খেলে ৬৮ গোল করা মুলার আগামী মাসে ৭০ বছর পূর্ণ করবেন। ‘দ্য বোম্বার’ নামে পরিচিত সাবেক এই স্ট্রাইকার ক্লাব ক্যারিয়ারে করেন ৬৫০ গোল। 
 
আলঝেইমারস রোগ স্মৃতি, চিন্তা আর আচরণের সমস্যা তৈরি করে।
 
বায়ার্নের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে জানান, জার্ড মুলার বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন। বায়ার্ন যে কোনো প্রয়োজনে মুলার আর তার পরিবারকে সাহায্য করবে। 
 
১৯৭০ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোল (১০টি) করে গোল্ডেন বুট জিতেছিলেন মুলার। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির জয়সূচক গোলটিও তিনিই করেছিলেন। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল সাবেক পশ্চিম জার্মানি।
 
২০১২ সালে লিওনেল মেসি ছাড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটি মুলারেরই ছিল। রেকর্ড গড়া ৮৫ গোল তিনি করেছিলেন ১৯৭২ সালে। 
 
মুলারের মতো গোলস্কোরার আর আসবে না বলে মনে করেন রুমেনিগে।
 
“এত সাফল্যের পরও তিনি খুব বিনয়ী আর সংযমী ছিলেন, বিশেষ করে এটাই আমাকে মুগ্ধ করেছে।”
 
বায়ার্নে মুলার সবসময়ই বিশেষ জায়গা নিয়ে থাকবেন বলে উল্লেখ করেন রুমেনিগে। বায়ার্ন সভাপতি মনে করিয়ে দেন, খেলোয়াড়ি জীবন শেষেও ক্লাবটিকে অনেক কিছু দিয়েছেন মুলার। কোচ হিসেবে তিনি বায়ার্ন ও জার্মানিকে ফিলিপ লাম, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ও টমাস মুলারের মতো প্রতিভা উপহার দেন।