মামলা থেকে বেঁচে গেলেন মেসি

কর ফাঁকির মামলা থেকে রেহাই পেলেন লিওনেল মেসি। তবে বার্সেলোনার এই তারকা ফুটবলারের বাবার বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে স্পেনের কর কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 08:30 AM
Updated : 7 Oct 2015, 08:30 AM

দোষী সাব্যস্ত হলে মেসির বাবা হোর্হে মেসিকে দেড় বছর কারাবাসের সঙ্গে ২০ লাখ ইউরো জরিমানা দিতে হবে।

মেসি ও তার বাবার বিরুদ্ধে ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

সরকারি আইনজীবীরা অভিযোগ করেন, ২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে হোর্হে তার ছেলের আয়কর ফাঁকি দেন।

স্পেনের সংবাদপত্র এল পাইস জানায়, মেসির আইনজীবীরা যুক্তি দেখান, তারকা এই ফরোয়ার্ড জীবনের একটি মিনিটও তার চুক্তি পড়ে বা বিশ্লেষণ করে কাটাননি।

গত জুনে বার্সেলোনার হাই কোট বলেছিল মেসির আর্থিক বিষয়গুলো তার বাবা দেখাশুনা করলেও এ নিয়ে কী হচ্ছে তা না জানার জন্য তারকা এই ফুটবলারের শাস্তি থেকে রেহাই পাওয়া উচিৎ নয়।

তবে আর্জেন্টিনার অধিনায়ককে এখন আর অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে না।

২০১৩ সালে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন।