শ্রীলঙ্কা জেতায় রানার্সআপ বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে প্রথম জয় পেয়েছে শ্রীলঙ্কা। দলটির এই জয়ে বাংলাদেশের ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়াও নিশ্চিত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 11:49 AM
Updated : 6 Oct 2015, 11:49 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মোহাম্মদ আফাম আকরামের জোড়া গোলে ভুটানকে ২-০ ব্যবধানে হারায় শ্রীলঙ্কা। 
 
তিন ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় শ্রীলঙ্কা। বাংলাদেশের সঙ্গে ড্র করে পাওয়া এক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বাছাই পর্ব শেষ করল ভুটান।
 
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা উজবেকিস্তান ও চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের মঙ্গলবারের লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।
 
১০ গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা পাঁচ রানার্সআপ ২০১৬ সালে বাহরাইনের মূল পর্বে খেলার টিকেট পাবে। আয়োজক বাহরাইন সরাসরি খেলবে।
 
শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সাইফুল বারী টিটোর দল।
 
ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া উজবেকিস্তান পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় ৩-০ গোলে।