আবারও ওয়েলসের বর্ষসেরা রিয়ালের বেল

রেকর্ড পঞ্চমবারের মতো ওয়েলসের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন গ্যারেথ বেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 09:25 AM
Updated : 6 Oct 2015, 09:25 AM

২০০৬ সালে ওয়েলস দলে অভিষিক্ত বেল গত ছয় বছরে পাঁচবার দেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন।

মাঝে ২০১২ সালে পুরস্কারটি জিতেছিলেন লিভারপুলের মিডফিল্ডার জো অ্যালেন।

ওয়েলস কোচ ক্রিস কোলম্যান বলেন, “গত বছরের দিকে তাকান এবং সে আমাদের জন্য অসাধারণ কিছু গোল করেছে। সব খেলোয়াড়রাই ভালো করেছে। কিন্তু এবার সে যা করেছে, আমার কাছে এটা তারই প্রাপ্য।”

২০১৬ ইউরোর বাছাই পর্বে ওয়েলসের হয়ে অসাধারণ খেলেন বেল। ছয় গোল করে ওয়েলসকে ইউরোর মূল পর্বের টিকেট পাওয়ার কিনারে নিয়ে যান রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। তার নৈপুণ্যেই ১৯৫৮ বিশ্বকাপের পর আবার বড় কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হয়েছে ওয়েলসের।

বি-গ্রুপ থেকে বাছাই পর্ব পার হতে ওয়েলসের আর এক পয়েন্টই প্রয়োজন। ওয়েলসের পরবর্তী দুটি ম্যাচ বসনিয়া-হার্জেগোভিনা ও অ্যান্ডোরার বিপক্ষে।