চিলিকে ‘ফেভারিট’ ভাবছে না ব্রাজিল

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে আত্মবিশ্বাসের কমতি নেই চিলি দলে। তবে কোপা আমেরিকার শিরোপা জয়ী দলটিকে ‘ফেভারিট’ মনে করছেন না ব্রাজিলের গোলরক্ষক জেফারসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 07:33 AM
Updated : 6 Oct 2015, 11:39 AM

এ বছরই কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জেতে চিলি। আর প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল।

কোপা আমেরিকার এই ফল রাশিয়া ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে দুই দেশের প্রথম ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন জেফারসন।

“আমি মনে করি না, (চিলি ফেভারিট)। আমরা দারুন দুটি দল, যারা একে অপরকে সমীহ করে। আমরা জানি পরস্পরের বিপক্ষে কিভাবে খেলতে হয়।”

দুঙ্গার ব্রাজিলে খেলা ১৪টি ম্যাচের ১২টিতেই শুরুর একাদশে সুযোগ পাওয়া জেফারসন বলেন, “এটা বড় একটা ম্যাচ এবং যে কেউই জিততে পারে। কোপা আমেরিকা জেতার পর অবশ্যই চিলির আত্মবিশ্বাস অনেক উঁচুতে। তাদের দারুণ সব খেলোয়াড় আছে। তাই আমাদের একজনের ওপর নজর রাখলে চলবে না। তারা অনেক শক্তিশালী একটি দল।”

চিলির সান্তিয়াগোতে দুই দলের ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামী  শুক্রবার ভোরে।  

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের অধিনায়ক নেইমার।