রিয়ালে পয়েন্ট হারানোর হতাশা

ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমারা যেভাবে খেলেছেন, তাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় প্রাপ্য ছিল বলেই মনে করেন রাফায়েল বেনিতেস। কিন্তু ড্র করে শেষ পর্যন্ত দুটি পয়েন্ট হারাতে হয়েছে বলে হতাশ রিয়াল মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 08:04 AM
Updated : 5 Oct 2015, 08:04 AM

স্পেনের লা লিগায় গত রোববার আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরন থেকে ১-১ গোলে ড্র করে ফেরে রিয়াল। 
 
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেনিতেস বলেন, “ম্যাচটি আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু দ্বিতীয় গোলটি করতে পারিনি। আমরা প্রথমার্ধ নিয়ন্ত্রণ করেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে প্রতিআক্রমণ থেকে পাওয়া সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি। আমি মনে করছি, দুটি পয়েন্ট খোয়া গেছে।”
 

আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনেও মনে করেন, সুযোগ পাওযার হিসেবে, তার দলেরই জয় প্রাপ্য ছিল।
 
ম্যাচটি জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল আতলেতিকো। নবম মিনিটে এগিয়ে যাওয়া রিয়ালের বিপক্ষে ২২তম মিনিটে পেনাল্টি পায় তারা। তবে আন্তোয়ান গ্রিজমানের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক কেইলর নাভাস। 
 
ম্যাচ শেষে পেনাল্টি ঠেকানোর বিষয়টি নাভাস ভাগ্য বলেই উল্লেখ করেন। 
 
“ঈশ্বর ওখানে ছিলেন, সঠিক পথে যেতে তিনি আমাকে সাহায্য করেন।”