রেকর্ড গড়ে উচ্ছ্বসিত আগুয়েরো

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অনন্য এক ইতিহাস গড়ে গোল-খরা কাটিয়েছেন সের্হিও আগুয়েরো। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটিতে লিগে দ্রুততম পাঁচ গোল করার রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 11:34 AM
Updated : 4 Oct 2015, 11:34 AM

ইপিএলের এক ম্যাচে পাঁচ গোল করা খেলোয়াড়দের তালিকাটা খুব বেশি বড় নয়। অ্যান্ডি কোল, অ্যালান শিয়েরার, জার্মেইন ডিফো ও দিমিতার বেরবাতভের পর এই তালিকায় নাম লেখান আগুয়েরো।

একটি জায়গায় আগের চারজনের চেয়ে অনন্য আগুয়েরো। ৪২ থেকে ৬২; আগুয়েরা তার গোল পাঁচটি করেন এই ২০ মিনিটের মধ্যে। এর আগে প্রিমিয়ার লিগে এত দ্রুত ৫ গোল করতে পারেননি আর কেউ।

ম্যাচ শেষে রেকর্ড গড়া নিয়ে কথা বলতে হয় আগুয়েরোকে। সেখানেই তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

"আমি সত্যি, সত্যি খুশি। আমি মাত্র বুঝতে পেরেছি যে, রেকর্ড ছুঁয়েছি।"

ইপিএলে আগুয়েরোর ইতিহাস গড়ার দিন শনিবার নিউক্যাসলকে ৬-১ গোলে হারায় সিটি। নিজের অর্জনের সঙ্গে দলীয় সাফল্যও তার কাছে বড় বিষয়।

"সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে, ম্যাচটি জিতেছি আমরা এবং তিন পয়েন্ট পেয়েছি।"

এগিয়ে যাওয়া নিউক্যাসলের বিপক্ষে সিটির সমতাসূচক গোলটি করার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ৪৬৫ মিনিট গোলশূন্য ছিলেন আগুয়েরো।

গোল-খরা কাটাতে পারায় দারুণ খুশি আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

"আমার মনে হয়, প্রিমিয়ার লিগে চার ম্যাচ গোলহীন ছিলাম। তাই আমার পারফরম্যান্স নিয়ে আমি সত্যি সন্তুষ্ট।"

একবার যখন বন্ধ দরজা খুলে গেছে, তখন আরও গোল পাবেন বলে বিশ্বাস আগুয়েরোর।

দলের অন্যতম সেরা খেলোয়াড়ের এমন অর্জনে খুশি সিটি কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। সঙ্গে তিনি জানান, আগুয়েরোর এটাই আসল চেহারা।

"সের্হিও আগুয়েরো অন্যরকম। অন্য ম্যাচগুলোয় সে হয়ত অনেক সুযোগ পেয়েছে, কিন্তু গোল করতে পারেনি।…এবার গোল করেছে।"