একটি হারে সব শেষ দেখছেন না সুয়ারেস 

সেভিয়ার বিপক্ষে হেরে যাওয়ার হতাশা ঘিরে ধরেছে পুরো বার্সেলোনা দলকে। তবে এই একটি পরাজয়ে সব শেষ হয়ে গেছে বলে মনে করেন না কাতালান ক্লাবটির ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 08:05 AM
Updated : 4 Oct 2015, 08:06 AM

স্পেনের লা লিগায় গত শনিবার উয়েফা ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়ার মাঠ থেকে ২-১ গোলে হেরে আসে বার্সেলোনা। 
 
মৌসুমের শুরু থেকে লিগে ধুঁকতে থাকা দলটির কাছে এভাবে হেরে যাওয়াটা মেনে নিতে পারেননি বার্সেলোনার কোচ লুইস এনরিকেসহ অনেকেই। 
 
বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচ ম্যাচ শেষে বলেন, “এভাবে হারাটা কষ্ট দেয়। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম।”
 
দুইবার বারে আর একবার ক্রসবারে বল লেগে তিনটি সুযোগ হাতছাড়া হয় বার্সেলোনার। এ কারণেই হয়ত দলের আরেক মিডফিল্ডার সের্হিও বুসকেতস হারটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন।  
 
এ ক্ষেত্রে সুয়ারেসের মতটা একটু ভিন্নই। এই হারের হতাশা ভুলে সতীর্থদের সামনে এগিয়ে যাওয়ার পরামর্শই দেন তিনি। 
 
“ম্যাচটি জয়ের সুযোগ ছিল আমাদের। কিন্তু এতে দুনিয়া ধ্বংস হয়ে যায়নি।”
 
এই হারে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে রয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।