গোল-খরায় বিস্মিত বার্সা কোচ

সেভিয়ার বিপক্ষে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না বার্সেলোনা কোচ লুইস এনরিকে। তার কাছে সবচেয়ে বড় বিস্ময় হয়ে এসেছে দলের গোল-খরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 07:23 AM
Updated : 4 Oct 2015, 07:24 AM

স্পেনের লা লিগায় সেভিয়ার মাঠ থেকে গত শনিবার ২-১ গোলে হেরে আসে বার্সেলোনা। ভাগ্য সহায় হলে হয়তো বড় ব্যবধানেই জিততে পারতো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু দুইবার বারে আর একবার ক্রসবারে বল লেগে তিনটি সুযোগ হাতছাড়া হওয়ার পর শেষ পর্যন্ত হার মানতে হয় নেইমারদের। 
 
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তারা। তবে লুইস সুয়ারেস, নেইমাররা সেভিয়ার রক্ষণে ভালোই আতঙ্ক ছড়িয়েছেন। কিন্তু অনেক সুযোগ তৈরি করেও গোল পাননি তারা। 
 
এই গোল না পাওয়ার বিষয়টি যেন বিশ্বাসই করতে পারছেন না এনরিকে।
 
“এটা এমন একটা ম্যাচ, যেখানে আমরা প্রচুর সুযোগ পেয়েছি। এটা প্রায় অবিশ্বাস্য যে, আমরা মাত্র একটি গোল পেয়েছি।”
 
দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের মধ্যে দুটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সেভিয়া। এটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন এনরিকে। 
 

সেভিয়া ভালো ফুটবল খেলেছে বলেই মনে করেন বার্সেলোনা কোচ। 
 
“সেভিয়াকে তাদের প্রচেষ্টা আর শেষ ফলের জন্য অভিনন্দন জানাতেই হবে।”
 
এই হারের পর ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে সেভিয়া।