লড়াইয়ের আগে আর্সেনাল, ইউনাইটেডে জয়ের আত্মবিশ্বাস

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডে ভেসে বেড়াচ্ছে আত্মবিশ্বাসের রেণু। দুই দলের কোচই পুরো তিন পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে থাকা নিয়ে আশাবাদী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 02:19 PM
Updated : 3 Oct 2015, 02:19 PM

লিগের ৭ ম্যাচ শেষে শিরোপা লড়াইয়ে খুব ভালোভাবেই আছে আর্সেনাল ও ইউনাইটেড। ১৬ পয়েন্ট নিয়ে লুই ফন খালের দল ইউনাইটেড আছে শীর্ষে। আর ১৩ পয়েন্ট পাওয়া আর্সেন ভেঙ্গারের আর্সেনাল রয়েছে চতুর্থ স্থানে।

নিজেদের মাঠ এমিরেটসে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দুই দল।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে গত মঙ্গলবার অলিম্পিয়াকোসের কাছে হারের হতাশা নিয়ে এই ম্যাচ খেলতে নামছে আর্সেনাল। তবে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই ভেঙ্গারের দলে।

"চ্যাম্পিয়ন্স লিগে আমাদের হতাশা ছিল। কিন্তু ইউনাইটেডকে হারাতে পারার বিশ্বাস না রাখার কারণ দেখি না আমি।"

অন্যদিকে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ভলফ্সবুর্গকে হারানো ইউনাইটেড শিবিরে এমনিতেই ফুরফুরে হাওয়া বইছে। শুধু আর্সেনালের হারানোর বিশ্বাসই নয়, ফন খালের মনে উঁকি দিচ্ছে শিরোপা জয়ের স্বপ্নই।  

"আমি মনে করি, সবসময়ই আপনার এটাতে (শিরোপা জয়ের বিষয়টিতে) বিশ্বাস রাখতে হবে। আমি মনে করি, গত বছরের থেকে এবার আমার দলের ভারসাম্য অনেক ভালো এবং গত বছরও আমাদের (শিরোপা জয়ের) সুযোগ ছিল।"